হেনকাল যেন যায় শুধু ভালো এ আশা মনের ঘরে।
দখিনা সমীরে ভাসুক জীবন আনন্দে, খুশি
করে।
নাই পাওয়া হোক সকল চাওয়া, কিছু তো পূরণ হোক,
জীবনের খেলা যে কদিন চলে খুশিতে ভাসুক বুক,
বলুক না লোকে এ জীবনে তুমি কতইনা সুখী লোক।
জাহেদের জন্মদিনে শুভেচ্ছা,
পিনিক জোন, ঢাবি
০৮-০৭-২০১৮
।
Post a Comment