ডুবছে যখন রবি,
গহীন আঁধার গ্রাস করে নিল জগতের আলো সবই।

নিশাচরী সব জেগে উঠে ফের তাদের জগত জুড়ে,
নিকষ আঁধার ভেদ করে তবু অন্ধ বাদুড় উড়ে।
সব কোলাহল এক এক করে থেমে যায় একসাথে,
সব চলাচল থেমে গিয়ে দেখো নিরবতা আসে তাতে।

বলছি বন্ধু শোনো,
রাত্রিতে শুধু হিংস্র জীবেরা একাই জাগেনা কোনো;
আঁধারের সাথে হাসনাহেনার ফুলেরা যেমন জাগে,
সুরভি ছড়ায় ঘ্রাণ দিয়ে তার রাত্রে ফুলের বাগে।
তেমন করেই কিছু পাখি আছে রাতভর যারা ডাকে,
প্রভুর সাথেই যেন কথা কয় অন্ধকারের ফাঁকে।
আঁধারের মাঝে জগতের সবে দিচ্ছে যখন ঘুম,
তখনো দেখবে কিছু লোক ঠিক জড়ায়না গায়ে উম।
নির্ঘুম রাত কেটে যায় তার হাসনাহেনার ঘ্রাণে,
প্রভুর দুয়ারে হাজিরার তরে সুখ খুঁজে নিজ প্রাণে।
রাতের ডাহুক সাথী হয় তার, রাতজাগা যত পাখী,
তার সাথে যেন তাসবিহ পড়ে বুজায় না নিজ আঁখি।
রাতের আঁধার ভেদ করে দেখো এদের সবার চোখে,
স্বর্গীয় আলো জ্বলছে তখন খোদাকে পাওয়ার সুখে।
তাদের চোখের আলোয় তখন রাতের আঁধার ভেদী,
আরশের আলো নেমে আসে যেন সাত আসমান ছেদী। 
কথা বলে তারা মালিকের সাথে শান্ত তৃপ্ত প্রাণে,
এমন তৃপ্তি পাবেনা বন্ধু পৃথিবীর কোনখানে।

বন্ধু বলছি তবে,
স্বর্গীয় সুখ পেতে যদি চাও এদের সঙ্গী হবে।


"রাতজাগা পাখি"
পিনিক জোন
২৮-০৭-২০১৮


Post a Comment

 
Top