নেই হয়ে গেলে হাসিখুশি সব এই পৃথিবীর থেকে!
আমরা তখন থাকবো সবাই বিষাদের রঙ মেখে।
মনে যাই থাক সর্বদা আমি হাসিমুখে পাই যাকে,
তর্কেও যদি হেসে কথা বলে লাগবে না ভালো তাকে!

উধাও হয়না কখনোই তার মুখের কোনের হাসি,
লহুতেই তার হাসি মিশ্রিত অজস্র রাশি রাশি।
লাগাতার লেগে থাকে মুখে তার মুচকি হাসির রেশ,
হরকিসিমের কথার সাথেই দেখবে হাসছে বেশ।







প্রিয় নেয়ামত কে
পিনিক জোন
০১-০৮-২০১৮


Post a Comment

 
Top