ফরাশে বসেই উড়ার স্বপ্ন কত না দেখেছি আমি,
জমানো এমন স্বপ্ন নিয়েই তার কাছে এসে থামি।
লেখাজোকা নেই, একসাথে কত স্বপ্ন দেখেছি দামী।
 
এমন অনেক মানুষ রয়েছে স্বপ্নকে ফেরি করে
লাগিয়ে সে বাজী স্বপ্ন ছোঁয়ার চলবে সেপথ ধরে,
হীনমন্যতা আসেনা কখনো স্বপ্নালু অন্তরে।

নাগকেশরের পাপড়ির মত জমানো স্বপ্ন মনে
ঈপ্সিত পথে চলে অবিরাম থামছেনা কোন ক্ষণে,
মন ও মননে এমন মানুষ পাবে আজ কত জনে



"স্বপ্নবাজ"
পিনিক জোন, বিজয় একাত্তর
ঢাকা বিশ্ববিদ্যালয়।


উচ্চমাধ্যমিকের জীবনে ভবিষ্যৎ নিয়ে স্বপ্নদেখার সারথি,
স্বপ্নবাজ প্রিয় 'ফজলে এলাহী নাঈম' কে
নৈবদ্য।


Post a Comment

 
Top