বাসা বেধে যায় সবুজ স্বপ্নে সর্বদা সযতনে।
ইস্পাতসম বিশ্বাসী মন তাওহীদ যার মূলে,
আকিকের মত এমন রত্ন হারাবেনা কেউ ভুলে।
মাৎসর্যের এই যুগে এসে সবাইকে
নিয়ে ভাবে,
হতাশার এই আজিকার দিনে কজন এমন পাবে।
মুগ্ধ আকাশ ভালোবেসে তারে শুভ্র মেঘের খামে-
দখিনা সমীরে দেয় উপহার, তার কাছে এসে থামে।
হতাশার এই আজিকার দিনে কজন এমন পাবে।
মুগ্ধ আকাশ ভালোবেসে তারে শুভ্র মেঘের খামে-
দখিনা সমীরে দেয় উপহার, তার কাছে এসে থামে।

বিজয় একাত্তর হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
০১-০৮-২০১৮ঈসায়ী
Post a Comment