দূর আকাশের চাঁদের সঙ্গে সাগরের জল খেলে,
জোয়ার ভাটায় উঠানামা করে মিলন বিরহ পেলে।
দূরে থাকলেই নয়তো বিরহ, কাছে থাকলেও কভু,
পাশাপাশি থেকে একে অপরের আপন হয়না তবু।
সাগরের সাথে তীরের সখ্য আজীবন একসাথে,
তবুও সাগর ভেঙে দেয় সব দয়া দেখায়না তাতে।
দাতের পাশেই চিরকাল বাস আমাদের জিহ্বার,
বাগে পেয়ে গেলে হারায়না দাঁত কখনো সুযোগ তার।
চাঁদ হারালেই শান্ত সাগর মৃদু গর্জনে থাকে,
সময়মতন জোসনা এসেই সখীর খবর রাখে।
দুজনের মাঝে কত দূরত্ব তবু কত মিল আছে,
দেখে মনে হয় একে অপরের চিরকাল থাকে কাছে।
প্রেমের শক্তি এতই গভীর এতদূরে থেকে তার-
প্রেয়সীকে ঠিক নাড়া দিয়ে যায় ভুলেনা সে কোন বার।
যদিওবা প্রভু অনেক ঊর্ধ্বে সাত আকাশে 'পরে,
নিঃসংকোচে রাখলে ঈমান, বিশ্বাস অন্তরে;
মাবুদের সাথে থাকে যদি প্রেম, না দেখেই তাকে তুমি
হররোজ তাকে করবে স্মরণ দয়ার চরণ চুমি।
থাকুক না সে সাত আকাশের ঊর্ধ্বে আকাশ মাঝে,
তার দয়া পাবে সকাল বিকেল তোমার সকল কাজে।
বলেছেন তিনি তার প্রেমে যারা হয়ে যাবে মশগুল,
তাদের ডাকেতে তিনি আগুয়ান হয়না কখনো ভুল।
আরো বলেছেন, "বান্দা তোদের কন্ঠ যেখানে আছে,
জেনে রাখো প্রিয় আমি আছি তোর তার থেকে আরো কাছে।"
এমন প্রভুর প্রেমে মশগুল না হয়ে কি পারা যায়!
চলোনা এখুনি সবে একসাথে পড়ে যাই সিজদায়।




"প্রভুর সাথে প্রেম"
পিনিক জোন,
বিজয় একাত্তর, ঢাবি।
০১-০৮-২০১৮


Post a Comment

 
Top