ভুলতে পারো A+ A- Print Email চাইলে আমায় ভুলতে পারো মন থেকেও মুছতে পারো করো আমায় ক্ষয়! তারপরেও দেখবে শেষে হঠাৎ করে স্মৃতি এসে আমায় মনে হয়। মধুর স্মৃতি আছে যত মুছতে গেলে জাগবে তত মনের কোণে ঠিক, ভুলতে গেলে পড়বে মনে মিষ্টি মধুর স্মৃতির সনে ঘুরবে চতুর্দিক। ১৬ই আগস্ট ২০১৭
Post a Comment