তারা আমার চাঁদ
তারপর গেছি আমি আরো যতদূর তার ছায়া ছাড়েনি তো আমার পিছু, কানে বাজে শুধু তার পায়ের নুপুর মনে হয় ঋণ আছে অনেক কিছু। কোথাও পাইনি খুঁজে...
তারপর গেছি আমি আরো যতদূর তার ছায়া ছাড়েনি তো আমার পিছু, কানে বাজে শুধু তার পায়ের নুপুর মনে হয় ঋণ আছে অনেক কিছু। কোথাও পাইনি খুঁজে...
তবুও সে ফিরে আসে রাতজাগা ভোরে আমার দুচোখ যবে লাল হয়ে আসে, তার কথা গান হয় পাখিদের সুরে সেই গান দিনমান কানেকানে ভাসে।
চলে যেতে চাও? যাও,বাধা নেই, আটকে রাখার কোন- অধিকার নেই, কিংবা নেইনি সেই অধিকার। শুনো- ভালো লেগেছিল, তাই বলে আমি হইনি এমন কিছু, ন...