তারপর গেছি আমি আরো যতদূর
তার ছায়া ছাড়েনি তো আমার পিছু,
কানে বাজে শুধু তার পায়ের নুপুর
মনে হয় ঋণ আছে অনেক কিছু।

কোথাও পাইনি খুঁজে তার সে বাড়ি
হারিয়ে খুঁজেছি তাকে অনেক পথে,
কত নদী-খাল-বিল দিয়েছি পাড়ি
ভুলতে চেয়েছি তারে হাজারো মতে।

তবু ফিরে আসে মনে, আসে বারবার
না তাকিয়ে তবু দেখি আমি তার মুখ,
আমার আকাশ শুধু একটি তারার
তাকে আমি চাঁদ বলি, তাতে পাই সুখ।





১৪-০৫-২০২০
নির্জনালয়, 
শাহজালাল উপশহর, সিলেট।

Post a Comment

 
Top