তোমাকে দেখেছি; যেন দ্বাদশীর চাঁদ,
তোমাকে চেয়েছি যেন পূজোর প্রসাদ।
তোমাকে চেয়েছি যেন সূর্যমুখী-
চেয়ে আছে তোমাতেই সারাটি দিবস,
তোমাকে দেখতে গিয়ে দিয়েছি উঁকি
যেন এক পরিযায়ী ধবল সারস।
তোমাকে চেয়েছি সব ভোরের গানে
হৃদয়েতে বেজে ওঠা সকল সুরে,
যেন- আজানে, চার্চে, শাঁখে একই নাম বাজে,
তোমাকে চেয়েছি বসে জায়নামাজে।
তোমাকে চেয়েছি কত না বলা কথায়
তোমাকে চেয়েছি সব নির্জনতায়।
তোমাকে চেয়েছি যেন পূবাল হাওয়ার-
সুবহে সাদিকে পাওয়া পবিত্রতায়।
তোমাকে চেয়েছি যেন কোনো দরবেশ
মাশুকের দেখা চেয়ে বসে বসা তপসায়।
তোমাকে চেয়েছি যেন পোষমানা পাখি-
সবশেষে ফিরে আসে, সেই ভরসায়।
০৯-০৫-২০২২
পিনিক জোন, বিজয় একাত্তর হল।
Post a Comment