যেন দেখিনি তোমায়, ডাকোনি আমায়, চিরকাল আমি একা,
যেন তুমি আর আমি দুই জগতের হয়নি কখনো দেখা।
যেন দেখা হয়নাই লেখা হয়নাই দুজনের দিনলিপি,
যেন তুমি কুশিয়ারা; আমি দূরদেশে বয়ে চলা মিসিসিপি।
তবু দুজনের বুঝি হয়েছিল মিল মহাসাগরের জলে,
যেন জলের আগুনে মিশে গিয়ে আজ দুজনে চলেছি জ্বলে।
যেন সুপ্ত লাভায় হয়েছিনু এক ছিটকে পড়ার আগে,
তাই সাগরের জলে জ্বলবার বিধি পড়েছিল মোর ভাগে।
যেন ভুল করে ঢেউয়ে হয়েছিনু মোরা একে অপরের সাথি,
তাই জলের আগুনে জ্বলছে নিভছে জীবন নামের বাতি।
পিনিক জোন,
২২-০৮-২০২২
Post a Comment