পোষা পাখি উড়ে যায়
নতুনের গান গায়
যেতে যেতে বলে যায়
আসবেনা ফিরে,
নীড় ছেড়ে উড়ে যায়
অচেনার ভীড়ে যায়
শিকারির গুলি খায়
বুঝে ধীরেধীরে-

পোষমানা আমিতেই
উড়ে এসে থামিতেই
খাবার আর পানি দেই
তারপরে বলি-
কতদূর ঘুরে এলে
গেছো কত ছলেবলে,
আমাকে ছাড়ার পরে
বল কার হলি?


১৭-১০-২০২২
প-২০১১, বিজয় একাত্তর হল।

Post a Comment

 
Top