ভাসছি আমি তোমার চোখে, তোমার দৃষ্টি কই,
হাসছি আমি তোমার ঠোটে, তোমার বুকে রই।
ডাকছি তোমায় ভাবছি তোমায়, কোথায় তোমার মন!
দেখছি তোমায়, লেখছি তোমায় পৃষ্ঠা অগণন।

তোমায় দেখে, তোমায় লেখে যাচ্ছে আমার দিন
তোমার প্রেমের ডেবিট কার্ডে বাড়ছে শুধুই ঋণ।
ঋণখেলাপি দিনখেলাপি প্রেমের মরা আজ,
প্রেমের হাটে খুইয়ে দিছি আমার সকল লাজ।

দিনখেলাপি প্রেমের দেনায় যাচ্ছি প্রেমে ভেসে
মুহূর্ত সব যাচ্ছে চলে তোমার চোখে হেসে,
তোমার চোখের অথৈজলে ভাসছে প্রেমের ভেলা
ডুবসাতারে জমছে প্রেমের লুকোচুরির খেলা।

প্রেমের মাঝি নৌকা ভিড়াই তোমার প্রেমের ঘাটে
তোমার মনের এপারওপার নিচ্ছি খেঁয়া রোজ,
মনরে বলি ক্ষান্ত হও তুই; মন সে তো অবুঝ।
খেয়ার মাঝি নেয়ার মাঝি ভাসে প্রেমের ঘাটে।


০৭-০৯-২০২২

প-২০১১, বিজয় একাত্তর হল,

ঢাকা বিশ্ববিদ্যালয়। 

Post a Comment

 
Top