আর যাবো না বইমেলাতে চাইনা কেহ ওদিক যাক,
রঙচঙা সেই ভূতের বইয়ে পৃষ্টা আছে বিশেক তিন,
দাঁত কেলিয়ে বলছে আবার মাত্র দুশো,
নিবেন! নিন।
আবার দেখি কেউবা লেখক নিজেই নিজের বই বেচে,
"একটু দেখুন, লাগবে ভালো" সবাইকে সে কয় যেচে।
বই লেখে সে প্রচার করে পোস্টারে আর ফেসবুকে,
কেমন করে করছে এসব! নেই শরমের লেশ মুখে।
বসে বসে একেক করে লিখছে ক'টা বই গেলো,
ফেসবুকেতে দিচ্ছে ফটো কজন পাঠক সই পেলো।
অনেক লেখক বন্ধুদেরকে বলছে দেখো রাতদিনে,
আসছে আমার বইটি,
এবার তোমরা সবাই নেও কিনে।
এমন করে বই বেচে, আর মানের বেলায় যাচ্ছে তা,
মুখ রাখতে দেখছি আবার সবাই মিলে খাচ্ছে তা।
কিসব লিখে শুনবে নাকি! বলছি তবে এইশুনো,
বইয়ের নাম 'ভূতের মামা' 'চলো সবাই হই বুনো'!
কবিতা তার শুনবে নাকি, "তেল ছিপছিপ তার বালিশ....."
এসব যদি হয় কবিতা কোথায় গিয়ে দেই নালিশ!
কেউ কবিতায় হাসছানাকে দিচ্ছে পুরো মাছ করে,
এসব লিখে আবার অনেক প্রশংসাতে যায় ভরে।
এমন সকল প্রথার ভীড়ে অল্প কিছু
"বই" আছে,
খুঁজে খুঁজে আসল পাঠক যাচ্ছে ঠিকই তার কাছে।
পিনিক জোন
০৯/০২/২০১৮
Post a Comment