১
এক জীবনে আমায় তুমি আর কতটা কষ্ট দিবে,
আর কত জল ঝরলে পরে আমায় তোমার কাছে নিবে।
আর কত পথ হাটলে পরে তোমার বাড়ির মিলবে দেখা,
আর কত ক্রোশ দূরের পথে তোমার আমার মিলন রেখা!
২
অস্তগামী সূর্যপথে তোমার ছবি দেখছি আঁকা,
মুখটি তোমার শুভ্রতুষার জ্যোৎস্নাময়ী চাঁদে মাখা।
আঁধারিয়া কালো রাতে মুখটি তোমার আলোর রেখা,
দূর থেকে তাই অনায়াসেই আমার প্রিয়া যায় যে দেখা।
৩
জলরাশির ফেনার মাঝে মুখটি তোমার উঠছে ভেসে,
হচ্ছে মনে সাদা ফেনায় তুমিই যেন যাচ্ছো হেসে।
ইঞ্জিনের ওই বিকট আওয়াজ তোমার গলার গান মনে হয়,
আপন করে তোমায় পেতে রাত্রিদিনই এই মনে লয়।
২৩-০২-২০১৮
"এম ভি তুতুল" লঞ্চ, মেঘনা
মতলব, চাঁদপুর।
Post a Comment