ভেঙ্গে চলি নিয়মকানুন, নাই যে মানি কারো বাধা,
হোক না সে লোক যতই বড় মান্য কিংবা পাড়ার দাদা।
প্রবল ঢেউয়ের উল্টোদিকে সাতার কাটা রক্ত-নেশা,
স্রোতের সাথে, ঢেউয়ের সাথে লড়াই আমার হরহামেশা।
ভয় করিনা দেও-দানবে, রাতদুপুরে ঘর থেকে তাই-
ইচ্ছেমত ঘুরার তরে প্রতিদিনই বের হয়ে যাই।
ইচ্ছে হলে আকাশ থেকে পূর্নিমাচাঁদ মুঠোয় ভরি,
চাইলে মনে বিশাল রবি হাতের থাবায় আড়াল করি।
২৩-০২-২০১৮
Post a Comment