তোমায় ভাবছি না আর A+ A- Print Email সত্যি তোমায় ভাবছি না আর নেইতো প্রহর বিষণ্ণতার খাচ্ছি বাতাস দুলে, এখন সময় কাটছে দারুন তোমায় গেছি ভুলে। তোমায় ছেড়ে ভালোই আছি নিজেই নিজের কাছাকাছি নিজেই নিজের সাথে, নাইবা হলো তোমায় পাওয়া কি আসে যায় তাতে?
Post a Comment