মুখে তার হাসি থাকে সারাদিন রাতভর
শহরের শেষমোড়ে বানিয়েছে তারঘর
ফিল-হাল আছে ভালো নেই খোঁজ তাই তার,
করেনাতো আজকাল রোজ রোজ ফোন আর

রয়না সে বেশিদিন একসাথে শহরে,
হওয়া চাই খেলা তার রোদ্দুর প্রহরে
মাঝেমাঝে দেখা যায় ফেসবুকে ইমোতে
নয়া নয়া ছবি ছাড়ে, বুঝিনা তা কি মতে!



পিনিক জোন
২০-০৩-২০১৮




Post a Comment

 
Top