পথ খোঁজে পেল শেষে,
দীর্ঘ সফর, ভ্রান্ত পথের মায়াজাল ছেড়ে এসে।
 
পথিকের মন বড়ই সবুজ, শুদ্ধাচারের খোঁজে,
যখনই দিশারী দেখালেন পথ ফিরে এলো চোখ বুজে।
মনের ভুলেতে আলেয়ার আলো কেঁড়েছিল তার চোখ,
হারিয়ে সুপথ ঘোরাঘুরি করে পায়নি কোথাও সুখ।
বুঝতো নিজেও হাঁটছে যে পথে সে পথ আঁধারে ভরা,
নেই কোন প্রাণ, সে পথে কেবল অনিষ্টতার জরা।
ঝড়ো বোশেখের আঁধার রাতের ক্লান্ত পথিক হয়ে,
খোঁজছিল পথ আলো-আঁধারিতে নিভু নিভু আশা লয়ে।
 
আঁধার পথের সে কি মায়াজাল; ছাড়তে চাওয়ার পরে,
দ্বিগুণ ছলনা, কত লোভ এসে আবার আঁকড়ে ধরে।
এমন করেই কতনা পথিক পারেনা ফিরতে আর,
আঁধারের মাঝে কাটায় সময়, আঁধারে জীবন পার।
 
এই পথিকের দৃঢ় মনোবল ফিরবে এবার তাই
আসুক যতই ছলনার জাল তার ভ্রুক্ষেপ নাই।
দৃঢ় মনোবল আর দিশারীর পরম করুণা দ্বারা,
অনেক দিনের ইচ্ছেটা তার এবার হবেই সারা।
আসলো সে ফিরে ছিঁড়ে সব বাধা এবার সবুজ পথে,
মায়াজাল তারে আটকাতে আর পারলো না কোন মতে।
 
 
 
 
সেন্ট্রাল লাইব্রেরি,
০১-০৪-২০১৮
 
 

Post a Comment

 
Top