জমিন আমার হোক বিছানা আকাশ আমার চাদর
সূর্য আমায় রাগিয়ে দিলে জ্যোৎস্না করুক আদর।
বর্ষা আমার শাওয়ার বনুক মেঘমালা হোক লোশন,
পাহাড় আমার বালিশ বনুক গাছপালা তার কুশন।
পৃথিবী আমার ড্রয়িং রুমই মঙ্গল তবে খামার'
নেপচুন আর বুধ যত আছে সবকিছু হোক আমার।
ওলিপুর, হবিগঞ্জ।
৩০-০৫-২০১৮

Post a Comment

 
Top