কার দু-চোখের কাজল দেখে
হচ্ছো তুমি পাগলপারা,
কোন হরিণীর চোখের মায়ায়
তোমার প্রেমে জাগলো সাড়া!
.
কাজল কালো ঐ দুচোখে
শরাবসম নেশা লাগায়,
তাইতো তারে দেখলে, মনে
ঢেউ দিয়ে সে প্রেমকে জাগায়।
.
ডুব দিয়েছি তার দু-চোখে
উঠবো এখন কেমন করে,
সকাল থেকে সন্ধ্যাবধি
মন যে আমার তাকেই স্মরে।
হচ্ছো তুমি পাগলপারা,
কোন হরিণীর চোখের মায়ায়
তোমার প্রেমে জাগলো সাড়া!
.
কাজল কালো ঐ দুচোখে
শরাবসম নেশা লাগায়,
তাইতো তারে দেখলে, মনে
ঢেউ দিয়ে সে প্রেমকে জাগায়।
.
ডুব দিয়েছি তার দু-চোখে
উঠবো এখন কেমন করে,
সকাল থেকে সন্ধ্যাবধি
মন যে আমার তাকেই স্মরে।
সেন্ট্রাল লাইব্রেরি, ঢাবি।
১১-০৫-২০১৮
১১-০৫-২০১৮
Post a Comment