এই ছবিটা জোস হয়েছে, এই ছবিটা কিউট,
এই ছবিতে চিল্লাইতেছো, এই ছবিতে মিউট।
এই ছবিটা প্রো-পিক দিও, এই ছবিটা কভার,
এই ছবিতে সিঙ্গেল আছো, এই ছবিটা সবার।
এই ছবিতে হাসি সুন্দর, এই ছবিতে চোখ,
এই ছবিতে ভালো করে আসছে সবার মুখ।
এই দ্যাখ দ্যাখ এই ছবিতে কেমন করে আছে!
কেমন করে সব বান্দর উঠছে কাঠাল গাছে।
এই ছবিটা সেল্ফি নাকি রোগির মত লাগে,
সবার সাথে না দাঁড়িয়ে আসছো কেনো আগে!
তোমার মুখে তেল চিকচিক, কিউট সবার ফেস
এত্ত ছবি তুলছো সবে হয়না দেখি শেষ!
পিনিক জোন
২৮-০৪- ২০১৮
Post a Comment