
ঘুরছে কী তার মনের মুকুরে, লেখাতেই আছে সবই তা।
লিখে যায় কবি যাই আসে মনে কিংবা যা সব দেখে,
সেসব কথাই কাব্য ভাষায় দিনরাত যায় লেখে।
সমাজে যেসব ঘটনা ঘটছে কিংবা ঘটবে পরে,
কবির কলমে স্মৃতি হয় সব হাজার বছর ধরে।
এখনো ঘটেনি অনেক ঘটনা, সমাজে হয়নি সারা,
এমনও ঘটনা প্রকাশিত হয় কবির কলম দ্বারা।
কবিরা ভাবেন, কবিরা ভাবান, সমাজে মারেন ঝাঁকি
সবখানে আছে কবিদের চোখ, যেন আকাশের পাখি।
হয়ত কখনো তোমাদের কাছে কবিকে পাগল লাগে,
বিস্ময়ে ভাবো কিবা স্বাদ নিয়ে এমনি রাত্রি জাগে!
জ্যোৎস্নার সাথে কথা বলা দেখে অবাক নয়নে চেয়ে-
বোঝ না কিছুই, কেনইবা কবি একা যায় গান গেয়ে।
তোমরা যখন বিরহে বা সুখে, আনন্দে কিবা রাগে,
সেসব সময়ে তোমাদের মনে যেসব চিন্তা জাগে
হতাশায় চুপ, কখনো আবার সুখে গাও গান তুমি,
কবি মনে সব থাকে একসাথে, নয় কোন মৌসুমি।
চাইলেই কবি হতাশায় ডুবে, চাইলেই ভাসে সুখে,
এক চোখে তার পূর্ণিমাচাঁদ কালোমেঘ আর চোখে
একচোখে তার হাসি আনন্দ আর চোখ কাঁদে শোকে
একপাশে তার আশার সূর্য, সাথে হতাশাও বুকে।
কবিরা এমন, কবির এ
মন কখন কিসব বুঝে,
সামান্য এক তিলের মাঝেও নেয় ঠিক সুখ খুঁজে।
তাইতো কবিকে বুঝতে যেওনা
তার মাঝে তাকে খুঁজতে যেওনা
বুঝো শুধু তার লেখা,
হয়ত সেখানে হয়ে যেতে পারে অনেক কিছুই শেখা!
সামান্য এক তিলের মাঝেও নেয় ঠিক সুখ খুঁজে।
তাইতো কবিকে বুঝতে যেওনা
তার মাঝে তাকে খুঁজতে যেওনা
বুঝো শুধু তার লেখা,
হয়ত সেখানে হয়ে যেতে পারে অনেক কিছুই শেখা!
"কবি"
পিনিক জোন, ঢাবি।
২৪-০৯-২০১৮
Post a Comment