মুঠোমুঠো রোদ জমা করে জ্যোৎস্না বানাই,
কৃষ্ণপক্ষের রাতে ছেড়ে দেই জোনাকি করে।
আমার সুখানুভূতি জ্বলে মিটিমিটি তারার মতন
ঐ জোনাকির আলোয় যদিবা কোন পথহারা পথিক
নিজের পথ খোঁজে পায়, তখন আমার ঈদের খুশি।

আমি প্রখর সূর্যের আলোয় বটবৃক্ষের ছায়ায় বসে থাকা এক পথিক,
বুকের বোতাম খুলে বাতাসে ঠাণ্ডা করি প্রাণ
আর সাথে থাকা ছেঁড়া পুঁটলিতে মুঠোভরতি করে আলো সঞ্চয় করি।

আমি হেঁটে চলেছি সুউচ্চ মাকামের দিকে,
আমার শেষ মঞ্জিল আমার সবুজ স্বপ্ন ফিরদাউস!
আমি চাতকের মত তৃষ্ণার্ত,
আবে হায়াতের পানিই কেবল আমার তৃষ্ণা মিটাতে পারে।

আমি পথিক, আমি মুসাফির এক দীর্ঘপথের।
যে পথের শেষে দুটো মাথা ভয় ও আশার,
আমি আশায় পথ চলি, আমি আশার পথে চলি,
আমি আশা দেখানোর পথে চলি;
আর তাই মুঠোমুঠো রোদ জ্যোৎস্না বানিয়ে আঁধারে ছেড়ে দেই,
আমার জমানো জ্যোৎস্নায় যেন আঁধারের পথিক আশা খোঁজে পায়।

সেন্ট্রাল লাইব্রেরি
০৬-০৯-২০১৮

Post a Comment

 
Top