জীবন নিশ্বাসের সমষ্টি মাত্র
মূল: আবুল আতাহিয়া


তাসবি যেমন পাশাপাশি গেঁথে এক মালা হয় শেষে,
জীবন তেমন শ্বাস প্রশ্বাসে গাঁথা আছে ভিন বেশে।
জীবন ধারণ যেই নিশ্বাসে সেই নিশ্বাসই মারে;
ছেড়ে যদি যায় শেষ নিশ্বাস সুন্দর দেহটারে।
একদিকে শ্বাস বাঁচায় জীবন আরদিকে দিলে টান;
যা নিয়ে মানুষ হাসাহাসি করে তাই নেয় তার প্রাণ।
দুমুখো অস্ত্র যেমন আঘাত করে দুইদিক থেকে,
শ্বাস ও তেমন মানুষকে মারে তার মাঝখানে রেখে।
___________________________________________
মূল কবিতা
الحياة أنفاس معدودة
حياتك أنفاس تُعدُّ، فكلما ٭ مضى نفس منها نقصتُ بها جزءا
يميتك ما يحييك، في كل ساعة ٭ ويحدوك حادٍ ما يرد بك الهزءا
২৮-০৯-২০১৮

Post a Comment

 
Top