কার কতটুক পাওনা ছিল
তার হিসেব আর নাইবা হলো,
কার মনে কে কষ্ট দিল
সেসব ভুলে সামনে চলো।

তোমায় কত সুখ দিয়েছি
আর কত সুখ আমি নিলাম,
একজীবনের এসব হিসেব
এইজনমে নাইবা দিলাম।

কোন বিকেলে তোমার দেয়া
পত্রখানি প্রথম পড়ি,
তোমায় নিয়ে প্রথম কবে
পার্কে গিয়ে রোলার চড়ি,
সেসব কথা ভুলবো আমি
ভুলবো তোমার সকল স্মৃতি,
যদিও লোকে জানবে না তা,
জানুক আজো আছে প্রীতি।

তোমায় দেয়া সকল স্মৃতি
দোহাই তোমার নষ্ট করো,
চাইনা আমি আমায় ভেবে
আবার তুমি কষ্ট করো।
সকল স্মৃতি দাও পুড়িয়ে
রেখো নাকো একটু কিছু,
নইলে আবার তারই মাঝে
দেখবে আমি তোমার পিছু।

দোহাই তোমার আর ভেবো না
আমায় নিয়ে একটুখানি,
ভাবলে তুমি কষ্ট পাবে
কেউনা জানুক আমি জানি।

ছাদে বসে চাঁদ দেখো না
চাঁদের মাঝে থাকবো আমি,
দেখলে তোমায় ছাদের উপর
জ্যোৎস্না ধরে আসবো নামি।
আমায় তুমি আর দেখো না
চাঁদের মাঝে, তোমার কাজে,
আর ভেবো না আমার কথা
লাগবে আমায় আরো বাজে।

তোমায় আমি ভুলবো কি না
এসব জেনে কি আর হবে,
এটুক জেনো, সুখী আমি
তুমি সুখী হলে তবে।



২৪-১০-২০১৮
শাহজালাল উপশহর, সিলেট।

Post a Comment

 
Top