সবাই আছে তবু আমার একলা লাগে, একি!
সবার সাথে থাকার পরও একলা আকাশ দেখি।
সবার সাথে থাকার পরও একলা আকাশ দেখি।
দূরের তারা বলছে আমায় একলা কেন সে কি!
সঙ্গী সবাই তোমার আপন নাকি সবাই মেকি?
আমার সাথে বলছে কথা দূর আকাশের তারা
মিটমিটিয়ে আমায় বলে হতে বাঁধনহারা।
তারার সাথে বলছি কথা বসছি তখন ছাদে,
তাইনা দেখে জ্যোৎস্না মুখে হাসছে দেখি চাঁদে।
সবাই যখন ব্যস্ত থাকে নিজের মতো করে,
আমার সাথে চাঁদের আলাপ জ্যোৎস্না হয়ে ঝরে।
একলা আমি ছাদের কোণে মনখারাপের রাতে-
গল্প করি দূর আকাশের চাঁদ-তারাদের সাথে।
সঙ্গী সবাই তোমার আপন নাকি সবাই মেকি?
আমার সাথে বলছে কথা দূর আকাশের তারা
মিটমিটিয়ে আমায় বলে হতে বাঁধনহারা।
তারার সাথে বলছি কথা বসছি তখন ছাদে,
তাইনা দেখে জ্যোৎস্না মুখে হাসছে দেখি চাঁদে।
সবাই যখন ব্যস্ত থাকে নিজের মতো করে,
আমার সাথে চাঁদের আলাপ জ্যোৎস্না হয়ে ঝরে।
একলা আমি ছাদের কোণে মনখারাপের রাতে-
গল্প করি দূর আকাশের চাঁদ-তারাদের সাথে।
Post a Comment