
আমার হাসি কই হারালো, কোন বনে!
কই লুকালে হাসির ঝোলা, কোন জনে
কই পুঁতেছো কোন ফুলেদের কুঞ্জনে?
কোন ভ্রমরে দেখছে হাসি গুঞ্জনে!
হারিয়ে হাসি ভেলায় ভাসি কোন খালে,
দুলছি, যেন দুলছে পাতা মগডালে।
এই অবেলায় এই দুপুরে এই মুখে,
কেমন করে হাসবো বলো, কার সুখে!
মনের মাঝে মৌমাছিরা গুনগুনায়,
অবিরত কোন অবেলার গান শুনায়!
সেসব গানে আমার হাসি যায় মরে,
আসতে গিয়ে আবার দূরে যায় সরে।
দোহাই লাগে আমার হাসি দাও এনে,
দোহাই তোদের আমার কথা নাও মেনে।
দাও ফিরিয়ে আমার হাসি দাও এনে,
দোহাই তোদের আমার কথা নাও মেনে।
আমার হাসির সকল বাধা নাও তুলে,
হাসির ঝোলার মুখটি এবার দাও খুলে।
দোহাই তোদের, দোহাই দিলাম ওই হাসির,
যেই হাসিতে বসত এখন মৌমাছির।
দাও ফিরিয়ে সেই হাসিটা আবার আমি হাসতে চাই,
হাসি দিয়েই আগের মত তোদের ভালোবাসতে চাই।
"হারানো হাসি"
পিনিক জোন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
০৩-১১-২০১৮
Post a Comment