যে দেখা দেখা নয়,
না দেখার মত,
সে দেখায় দেখে আমি বেদনাহত।
যে আসা আসা নয় যাবারই মত,
সে আসায় এসে কেন বাড়াও ক্ষত!
যে সুরে সুর নেই দুখ আছে ঘোর,
সে সুরের তানে আমি বেদনা বিধুর।
যে দূর দূর নয়, মনেরই মাঝে,
সে দূরে বসত করো সকাল সাঁঝে।
যে আশা আশা নয় নিরাশার ছায়া,
সে আশা দেখিয়ে কেন বাড়াও মায়া?
যে গান গান নয় বিরহের সুর,
সে গান গাইছো কেন উদাস দুপুর!
যে দেখায় তোমাকে ছুঁতে পারিনা আমি,
কাছাকাছি এসে ফের কেন যাও থামি!
সেন্ট্রাল লাইব্রেরী
২৯-১১-২০১৮
সে দেখায় দেখে আমি বেদনাহত।
যে আসা আসা নয় যাবারই মত,
সে আসায় এসে কেন বাড়াও ক্ষত!
যে সুরে সুর নেই দুখ আছে ঘোর,
সে সুরের তানে আমি বেদনা বিধুর।
যে দূর দূর নয়, মনেরই মাঝে,
সে দূরে বসত করো সকাল সাঁঝে।
যে আশা আশা নয় নিরাশার ছায়া,
সে আশা দেখিয়ে কেন বাড়াও মায়া?
যে গান গান নয় বিরহের সুর,
সে গান গাইছো কেন উদাস দুপুর!
যে দেখায় তোমাকে ছুঁতে পারিনা আমি,
কাছাকাছি এসে ফের কেন যাও থামি!
সেন্ট্রাল লাইব্রেরী
২৯-১১-২০১৮
Post a Comment