তোমায় চেয়েছি ভাবছো! হয়তো তোমার মনের ভুল,
জীবন তো একটাই, তাই নিজেকে নিয়েই মশগুল।
কি ভাবছো তুমি তাতে কিবা যায় আসে,
আমি এমন, যে নিজেকেই ভালোবাসে।
তোমাদের কথা গানে কিবা কারো অভিমানে
খুঁজিনা নিজেকে, আমি থাকি আমারই প্রাণে।
কখন কোথায় অভিমানী হলে তুমি,
ওসবে ভাবেনা আমার মনের ভুমি।
কষ্টে কাঁদছো! যদিনা বলছো আমায়,
দেখবো না ফিরে, দেখি কে তোমায় থামায়?
তোমার খবর নিচ্ছিনা তাই
আমাকে নিয়েই ভাবো যত যাই
আমার কি আসে যায়!
আমি কখনো ভাবিনা এসব
কার হালে পানি পায়।
ভাসাও, ভাসাও তোমার নৌকা
উজানে কিংবা ভাটিতে,
আমার না হয় থাকলো বসত
কাঁদা ভেজা ঐ মাটিতে।
তবুও আমার মনের শান্তি
নিজের মতন চলে,
পরোয়া করিনা এসব এখন
আড়ালে কারা কি বলে।
বলিনি কখনো?
আমিতো ভেবেছি বলা হয়ে গেছে কবে!
শুনে নাও আজ, এখনই বলছি তবে
বোহেমিয়ানের মতই জীবন আমার, বাউণ্ডুলে,
এখনো চিনো নি! এতদিন তবে বসবাস ছিল ভুলে!
ভুল লোকে ভুল করে এসেছিলে কাছে?
তাহলে আমার আর কি বলার আছে ?
ভুল যদি ভাঙে তবে যাও দূরে সরে,
এভাবে থেকোনা তবু অভিমান করে।
যদি বলো সব জেনে ভালোবাসো, তবে
ভেবে নিও আমাদের এক থাকা হবে।
নীলক্ষেত,
১০-১১-২০১৮
জীবন তো একটাই, তাই নিজেকে নিয়েই মশগুল।
কি ভাবছো তুমি তাতে কিবা যায় আসে,
আমি এমন, যে নিজেকেই ভালোবাসে।
তোমাদের কথা গানে কিবা কারো অভিমানে
খুঁজিনা নিজেকে, আমি থাকি আমারই প্রাণে।
কখন কোথায় অভিমানী হলে তুমি,
ওসবে ভাবেনা আমার মনের ভুমি।
কষ্টে কাঁদছো! যদিনা বলছো আমায়,
দেখবো না ফিরে, দেখি কে তোমায় থামায়?
তোমার খবর নিচ্ছিনা তাই
আমাকে নিয়েই ভাবো যত যাই
আমার কি আসে যায়!
আমি কখনো ভাবিনা এসব
কার হালে পানি পায়।
ভাসাও, ভাসাও তোমার নৌকা
উজানে কিংবা ভাটিতে,
আমার না হয় থাকলো বসত
কাঁদা ভেজা ঐ মাটিতে।
তবুও আমার মনের শান্তি
নিজের মতন চলে,
পরোয়া করিনা এসব এখন
আড়ালে কারা কি বলে।
বলিনি কখনো?
আমিতো ভেবেছি বলা হয়ে গেছে কবে!
শুনে নাও আজ, এখনই বলছি তবে
বোহেমিয়ানের মতই জীবন আমার, বাউণ্ডুলে,
এখনো চিনো নি! এতদিন তবে বসবাস ছিল ভুলে!
ভুল লোকে ভুল করে এসেছিলে কাছে?
তাহলে আমার আর কি বলার আছে ?
ভুল যদি ভাঙে তবে যাও দূরে সরে,
এভাবে থেকোনা তবু অভিমান করে।
যদি বলো সব জেনে ভালোবাসো, তবে
ভেবে নিও আমাদের এক থাকা হবে।
নীলক্ষেত,
১০-১১-২০১৮
Post a Comment