শালবনে দেখা হয়, ঝাউবনে কথা,
গোলাপের মাঝে এসে শুধু নিরবতা।
শতফুল ফোঁটেছিল তার দুইচোখে,
ইশারায় কথা হল ভাষাহীন মুখে।
শিউলির মালাখানি দিবার কালে,
হেসেছিল চাঁদমুখে, টোল পড়া গালে।






সেন্ট্রাল লাইব্রেরী
০৪-১২-২০১৮

Post a Comment

 
Top