হাতের কাছের সুরভিত ফুল চোখের আড়াল হলে,
আহা সে কোথায়! খুব ভালো ছিল, তখন সবাই বলে।

নাগালে যখন ছড়িয়েছে ঘ্রাণ দৃষ্টি দেয়নি যেবা-
হারানোর পরে হন্য হয়ে সে করতে চাইবে সেবা।
 
হাস্নাহেনার ঘ্রাণে নাক ভরে চলে যায় পাশ দিয়ে,
ফিরেও দেখেনা সন্ধ্যামালতি বসেছে পসরা নিয়ে।
রাত শেষ হলে ঘ্রাণহীন বাগে তাকিয়ে যখন দেখে,
তখন সেখানে নেই আর ফুল, যায়নি কিছুই রেখে।

যে গোলাপ ফুলে ভালোবাসা আনে সে গোলাপ ঝরা কালে,
উদাসী প্রেমিক তখনো বুঝেনা, নেচে যায় ভুল তালে।
কিছুদিন পর ফুল ঝরে গিয়ে বাকি থাকে শুধু কাঁটা,
হুশ ফিরে পাওয়া প্রেমীর তখন সকল দুয়ার আঁটা।
চারিদিক খুঁজে তখন কোথাও গোলাপ পায়না খুঁজে,
তখন কেবলই কাঁটার আঘাত সয়ে যায় চোখবুজে।


শাহজালাল উপশহর, সিলেট।
০২-০১-২০১৯

Post a Comment

 
Top