মূলঃ আল রুন্দি
কাব্যানুবাদঃ আবু সালে মাসুম আহমদ 

ইসলামের এই ভূমির দিকে চোখ দিয়েছে শয়তানে,
এমন খারাপ তার এই দৃষ্টি ধ্বংস ছড়ায় সবখানে।
ইসলামের এই দ্বীপদেশে সে ধ্বংস নেশায় দিচ্ছে চোখ,
সে চোখ যে তার থামবে শেষে ধ্বংস করে সকল সুখ।

কই হারালো কর্ডোভা আর কই হারালো মুর্সিয়া!
কই হারালো জাতিবা আর জেন হারালো কই গিয়া।
বিজ্ঞানেরই আবাসভূমি কর্ডোভা আজ কই গেল,
জ্ঞানী লোকের সে আবাস আজ অবিশ্বাসীর মার খেল।
পরম সুখের সেই সেভিলা কই হারালো বলো,
যার ভেতরে নদীর পানি করতো ছলছল।
নজর কাড়া এসব প্রদেশ দেশের খুঁটি ছিল
অবিশ্বাসী হঠাৎ এসে সবই কেড়ে নিল।

শয়তানি সেই চোখের চাওয়ায় ধ্বংস হওয়ার পরে,
এই উপদ্বীপ বাঁচলো না আর, সবই গেল ঝরে।
আজকে সবার অজুর পানি অশ্রু হয়ে ঝরে
প্রিয়ার সুখে প্রিয় যেমন কান্নাকাটি করে।

মুসলমানের আবাদ করা সেই ভূমিকে আজ
শূন্য করে, অবিশ্বাসী করছে দেখো রাজ।
নামাজ পড়ার জায়গাগুলোয় দেখবে এখন গেলে,
চার্চ হয়েছে, ভিতর ভরা যিশুর ক্রুশ আর বেলএ।
এসব শোকে কাঁদছি সবাই কাঁদছে কাঠের মিহরাবও,
কাঁঠের বেদী কাঁদছে সেও, শোকে এখন কই যাবো।

গাফেল যারা ঘুমিয়ে আছো, আর কতকাল ঘুম যাবে,
ঘুমিয়ে থেকে আর কতকাল অবিশ্বাসীর মার খাবে।
এখন সময় সাবধানী হও, আর থেকোনা ঘুমে,
এখন যদি না জেগেছো থাকবেনা এই ভূমে।
সেভিলা আজ হারিয়ে গেছে, তারপরে আর কোন ভূমে,
কোথায় বলো এহেন কালে শান্তি সুখে যায় চুমে!
রুগ্ন ঘোড়ায় সওয়ারকারী, রুগ্ন ঘোড়া ছাড়ো,
রেসের মাঠের সেরা ঘোড়ায় সমুখপানে বাড়ো।
অপমানে ন্যুব্জ যে লোক বলছি তাকে শোন,
সিন্ধু দেশের তরবারি নাও ভয় করোনা কোন।
সে তরবারি অন্ধকারে আলোর ঝিলিক আনে,
লড়াই করে ধূলোর রাশি উড়াও আকাশ পানে।
তোমারা কি কেউ পাওনি খবর! আন্দালুসের ঘরে
হচ্ছে কিসব? সকালবিকাল যাচ্ছে মানুষ মরে।
মুখেমুখে মানুষ কত খবর ছড়ায় রোজ,
এমনিও কি পাওনি বল আন্দালুসের খোঁজ।
হঠাৎ করে কেমনে তাদের শক্তি হল ক্ষয়,
কেমন করে এত মানুষ বন্দি, হত্যা হয়!

এমন ধ্বংস নামলো এসে রইলো না কেউ বাকি,
পারলো না কেউ বলতে কিছু কাউকে পাশে ডাকি।
নিজেদেরই সেভিলাতে ছিল যারা রাজা,
অবিশ্বাসী আজকে তাদের দিচ্ছে কঠিন সাজা।
তাদের দিকে তাকিয়ে দেখ বিমূঢ় হয়ে আছে,
পথ দেখাবে এমন মানুষ নেই আর তাদের কাছে।
লজ্জাজনক বসন দেখো এখন তাদের গায়ে,
ছিল যারা দেশের মাথায়, জায়গা হল পায়ে।
মায়ের থেকে তার শিশুকে ছিন্ন করছে কত
এ যেন ঠিক শরীর থেকে প্রাণটা নেয়ার মত।
সকালবেলার সূর্যসম রঙিন যাদের মুখ,
সদ্যজাত সেই শিশুদের দেয়নি পেতে সুখ।
মুক্ত সমান সেসব শিশুর প্রাণ নিয়েছে কেড়ে,
মায়েরা সব বাধ্য হয়ে দিত শিশু ছেড়ে।
ইচ্ছে ছাড়াই চলতে হল অনেক দুঃখ নিয়ে,
অঝোর ধারায় ঝরছে পানি তখন দুচোখ দিয়ে।

মূল কবিতা
أصابها العين في الإسلام فار تزتأت ٭ حتي خلت منه اقطار وبلدان
فاسأل بلنسية ما شأن مرسية ٭ وأين شاطبة أم أين جيان
وأين قرطبة دار العلوم فكم ٭ من عالم قد سما فيها له شان
وأين حمص وما تحويه من نرهٍ ٭ ونهرها العذب فياض وملان
قواعد كن أركان البلا فما ٭ عسي البقاء إذا لم تبق أركان
تبكي الحنيفية البيضاء من أسف ٭ كما بقي لفراق الإلف هيمان
علا ديار من من الإسلام خالية ٭ قد أقفرت ولها بالكفر عمران
حيث المساجد قد صارت ٭ كنائس ٭ ما فيهن إلا نواقيس و صلبان
حتي المحارب تبكي وهي جامدة ٭ حتي المنابر ترثي و هي عيدان
يا غافلا وله فاالدهر موعظة ٭ إن كنت في سنة فالدهر يقظان
ومشيا مرحا يلهية موطنه ٭ أبعد حمص تغر المرء أوطان
يا راكبين عتاق الخيل ضامرة ٭ كأنها في مجال السبق عقبان
وحاملين سيوف الهند مرهفة ٭ كأنها في ظلال النقع نيران
وراتعين وراء البحر في دعة ٭ لهم بأوطانهم عز وسلطان
أعندكم نبأ من أهل أندلس ٭ فقد سري بحديث القوم ركبان
كم يستغيث بنا المستضعفون وهم ٭ فتلي وأسري فما يهتز انسان
با لأمس كانوا ملوكا في منازلهم ٭ واليوم هم في بلاد الكفر عبدان
فلو تراهم حياري لا دليل لهم ٭ عليهم من ثياب الذل ألوان
ولو رأيت بكاهم عند بيعهم ٭ لهالك الأمر واستهوتك أحزان
يا رب أم و طفل حبل بينهما ٭ كما تفرق أرواح و أبدان
وطفلة مثل حسن الشمس إذطلعت ٭ كأنها هي ياقوت ومارجان
يقودها العلج للمكروه مكرهة ٭ والعين باكية والقلب حيران
لمثل هذا يذوب القلب من كمد ٭ إن كان في القلب إسلام و إيمان.

Post a Comment

 
Top