১.
রহমানে তারে বিশেষ রহমে গড়েছে রত্ন করে,
মিথ্যা বলিনি, তার কত গুণ দেখেছি দুচোখ ভরে।
ছায়াময় তিনি বৃক্ষের মত, মায়াময় তার প্রাণ,
খালামণি তুমি বাঁচো বহুদিন, সে দুয়াই অফুরান।
তুলনাহীন যে মমতায় ভরা, সেই প্রাণে তুমি প্রভু-
নসিব করিও আবে-জমজম, ভুলো নাকো তারে কভু।
২.
রবির কিরণ তখনো ফোটেনি, আলোক উঠেনি জাগি,
মিনারের সুর জাগারও আগেই সুখের নিদ্রা ত্যাগি,
ছায়াঘেরা গাঁয়ে আধার রাত্রে ঘুমহীন তিনি বসে।
খাবার থালায় শীত-পিঠা কত ভিজায়ে খেজুর রসে,
তুলে রেখেছেন পরম যত্নে পায়েস বিন্নি ধানে,
নয়ন জুড়েই শুধু ভালোবাসা, সমাদর মেহমানে।
যশোরের রমিছা খালামনিকে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে নৈবদ্য
Post a Comment