
আমা থেকে বহুদূরে,
বুঝবেনা আজ তোমার ও মন
কি কথা বাঁজছে সুরে।
আমার বাঁশিতে বেদনার সুর
তোমার দোতারা বাজে,
দুজনার পথ আজ কতদূর
দুজনে অন্য সাজে!
কোন মোহনায় হয়েছো মোহিত
কোন সে নদীর বাঁকে,
কোন সে সাগর ফোরাত, লোহিত!
কারে ডেকে যাও শাঁখে?
কার জলে ভাসে নৌকা তোমার
কার সাথে তুলো পাল,
কোন মনে তুমি রচেছো আমার
এমন বিষাদে কাল!
দখিনা বাতাসে বাতায়ন তবু
রেখেছো বন্ধ করে,
মনে কি পড়েনা একথা কখনো
হৃদয়ের পোড়া ঘরে
তোমারই জন্য পুড়ছে শহর
ভাঙছে মন মুকুর,
উদ্দ্যাম নীল সাগরকে ছেড়ে
ভাসছো কোন পুকুর?
সাগরের বুকে বেড়ানো সীগাল
পুকুরে শান্তি খুঁজো!
উদার সাগর বুঝতে পারোনি
পুকুরের মন বুঝো?
সেন্ট্রাল লাইব্রেরী,
০১-১২-২০১৮
Post a Comment