
দূরে গিয়ে আসলেই মনে সুখ পাও!
সুখ যদি পাও তুমি যেতে পারো দূরে,
ডাকবো না আর আমি হারানো সে সুরে।
দূরে গিয়ে সুখে থেকো, ভালো থেকো তুমি,
ভেবে নিব যে ছিল সে পাখি মৌসুমি।
ফালগুনে এসেছিলে চলে গেছো মাঘে,
ভুল করে এসেছিলে ভুল অনুরাগে।
ফাগুনের ফুল হয়ে ভালোবাসা ধরে,
মাঘের বাতাস খেয়ে পড়ে গেছি ঝরে।
ভালোবেসে ভালোভাবে পাইনি আদর
তাইতো পারিনি হতে মাঘের চাদর।
অতিথি পাখি
মধুর ক্যান্টিন
১১-১১-২০১৮
Post a Comment