
অবাক অবাক ভাবনা গুলো ঘোড়ার মতন ছুটে,
ভয় পেয়ে যাই তাই বলিনা কপালে কি জোটে!
মনের মাঝে পাহাড় নদী মনের মাঝে সাগর
মন বাগানে ফুটছে কত কেশর ফুলের নাগর।
অবাক করা ভাবনা যত মনের মাঝে ছুটে,
বলতে গিয়ে হয়না বলা ভয়ের বাধন টুটে।
ভাবছি আকাশ আমার হাতে, মুঠো ভর্তি মেঘে,
কালো মেঘের বৃষ্টি ছাড়ি হঠাৎ গেলে রেগে।
আবার ভাবি সাগর মাঝে হাঁটুর সমান জলে,
হাতেই আমার আগ্নেগিরি বিশাল তাপে জ্বলে।
ভাবনা জাগে আমার পিঠে উঠলো গজে পাখা,
আবার ভাবি মাথা আমার বিশাল বটের শাখা।
অবাক অবাক ভাবনা আমার মনের মাঝে ছুটে,
কাউকে এসব বলতে গেলে কাঁপতে থাকে ঠোটে।
তাই বলিনা কাউকে এসব, মনের মাঝেই রাখি,
মনে মনেই ঘুরে বেড়াই হয়ে নানান পাখি।
ভাবনা জাগে দস্যু আমি ছুটছি ঘোড়ার পিঠে,
চলতে পথে ক্লান্ত ঘোড়ার লাগছে আঘাত গিঁঠে।
পাহাড় নদী সব পেরিয়ে ছুটছি অচিন দেশে,
অচিন লোকের সব টা লুটে ফিরছি আমি শেষে।
আবার ভাবি একচোখেতে কালো কাপড় বাঁধা,
জলের দস্যু ভয়ে সবাই ডাকছে আমায় দাদা।
সাগর জলের জাহাজ লুটে ঘুরছি নানান দেশ
মনের মাঝে ভাবনা কত হয়না যে তার শেষ।
মনের মাঝে ভাবনা গুলি ছুটছে ঘোড়ার মত,
লিখতে গিয়ে শেষ হবেনা ভাবনা মনে যত।
"মনের ভাবনা"
সেন্ট্রাল লাইব্রেরি।
০৮-১১-২০১৮
Post a Comment