এখানে আমার দিন জ্বর-কাশিতে-
ধুঁকে ধুঁকে ক্ষয়ে যায়, যেন সিগারেট!
তিরিশের ঘরে এসে যেন আশিতে;
জীবন যেন বা কোন মাখা এঁটো প্লেট।

বিছানায় সোজা হয়ে পড়ে থাকা দেহ-
যেন সে নষ্ট হওয়া ঘড়ির মতন,
শরীরটা যেন এক ইটের ভাটা
আমাকে পোঁড়ায় রোজ মড়ার মতন।
চিমনিতে ধোঁয়া উঠে সকাল বিকেল
এই রোদ এই মেঘ আজিব এ খেল।

দরোজায় দাঁড়িয়ে থাকে মালাকুল মউত
দিনরাত শুনি তার পায়ের আওয়াজ
শুয়েশুয়ে দিন গুনি শেষ প্রহরের;
অথচ এখনো বাকি হাজারটা কাজ!

তবুও তৈরি থাকি মহাযাত্রার,
প্রভুর সামনে যেতে কীসের দেরী!
ফিরে যাবো মালিকের রহমতি কোলে;
মৃত্যু ত কেবল এক সাঁকো বা ফেরী।


১২-০৮-২০২৩
তিনচটি, কানাইঘাট, সিলেট।

Post a Comment

 
Top