কবিতার সাথে দেয় যদি আড়ি
বাঁচবে কেমনে কবি,
এ যেন এমন আকাশের মাঝে
সব আছে, নেই রবি!
কবি ও কবিতা মিলে সংসার
একই সাথে পথচলা,
কবির মনের যত কথা আছে
কবিতায় হয় বলা।
কবিতা যদিবা অভিমান করে
কি নিয়ে বাঁঁচবে কবি
এই পৃথিবীতে নিঃস্ব হবে সে
থাকুক অন্য সবই।
তাই অভিমান করে নাতো কবি
কবিতার সাথে আর,
কবিতাই তার নিত্য সঙ্গী
কবিতায় সংসার।
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২৪/১০/২০১৭
Post a Comment