কাঁঠালবাড়ি কাঁঠালবাড়ি
নামটি শুনে সবার মুখে,
লোভ জেগেছে আমার মনে
দেখতে তাকে নিজের চোখে।
যেই ভাবা সেই তৈরি হলাম
এবার যাবোই কাঁঠালবাড়ি,
কি এমন তার রুপের বাহার
কীর্তন গায় সবাই তারই।
সাদিক, নাঈম, আজাদ, মুশি
আমি এবং আনোয়ারে,
কাঁঠালবাড়ির পানে এবার
দিলাম তবে নৌকা ছেড়ে।
অথৈ জলের মধ্যে দেখি
গোটা বিশেক টিলা আছে,
মুগ্ধ হলাম রুপ দেখে তার
গেলাম সবে যতই কাছে।
এ ঘর থেকে ও ঘর যেতে
বাহন তাদের নৌকা খানি,
দ্বীপের মত একেকটি ঘর
চারদিকে তার শুধুই পানি।
মানুষগুলো ভীষণ ভালো
সহজসরল জীবনযাপন,
ক্ষাণিক সময় মিশলে পরে
হয় যে মিনে অনেক আপন।
Post a Comment