প্রেয়সীর ঐ নেশা ধরা চোখে
প্রেম খুঁজি নাতো আর,
প্রেমকে দিয়েছি কঠিন বিদায়
প্রয়োজন নেই তার।
প্রেয়সীকে ছেড়ে একা থাকি আমি
আছি এই বেশ ভালো,
কারো অভিমানে কিবা চিন্তায়
হয়না কপাল কালো।
 
কেন অভিমান করবো না বলো
সেই যদি থাকে দূরে,
বুঝেনা আমার মন কেঁদে যায়
বিরহে, করুণ সুরে।
আমিও এবার ছেড়ে দিছি তারে
নিবো নাতো আর খোঁজ,
তার পথ চেয়ে কাটাবো না বেলা
আর আমি রোজ রোজ।
 
 
 
 
২৫-১০-২০১৭
 

Post a Comment

 
Top