হারিয়ে গেছে আমার লেখা দুঃখ গাথা,
হারিয়ে গেছে আমার প্রিয় খেরোখাতা।
হারিয়ে গেছে জমিয়ে রাখা মনের কথা,
হারিয়ে গেছে জমাট করা নিরবতা।
 
হারিয়ে গেছে তোমার দেয়া কত স্মৃতি,
হারিয়ে গেছে তোমার ছবি, ও অদিতি।
 
হারিয়ে গেছে 'হারিয়ে যাওয়া অচিনপুরে',
হারিয়ে গেছে সকল কথা গানের সুরে!
হারিয়ে গেছে জোছনা দেখা রাতের ছবি,
হারিয়ে গেছে সন্ধ্যাবেলার লোহিত রবি।
 
হারিয়ে যাওয়ার এই বাজারে
আমিও হারাই রোজ প্রতিদিন,
একলা বেড়াই অচিনপুরে
ও অদিতি তোমায় বিহীন।
 
 
 
 
পিনিক জোন
০৭-১১-২০১৭

Post a Comment

 
Top