কল্পভ্রম A+ A- Print Email চারিদিকে এতকিছু সুখ নাই, আহা রে! সবকিছু আছে তবু খুঁজি যেন কাহারে। ঘুমালেই দুটি চোখ দেখে শুধু তাহারে। মনে মনে সারাদিনই চাই আমি যাহারে। আবু সালে মাসুম আহমদ বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২৪শে নভেম্বর, ২০১৬ ঈসায়ী।
Post a Comment