আমায় ডেকেছে শালিক ময়না
ডেকেছে বনের টুনা,
বলেছে কোকিল, কতদিন থেকে
হয়নিতো গান শুনা।
মগডালে বসে ডেকেছে পাপিয়া
নিচ থেকে ডাকে টিয়া,
ফিঙ্গে বলেছে, কোথা যাও তুমি!
যাওনা আমায় নিয়া।
মৃদু স্বরে ডেকে বলেছে কোয়েল
একটু আমায় শুনো,
এত উদাসীন হেঁটেই চলেছো
কার পানে দিন গুনো?
সুর উঁচু করে ডেকেছে ডাহুক
ডেকেছে আতার তোতা,
বলেছে আমায়, এই অবেলায়-
চলেছো পথিক কোথা?
ছোট্ট বাবুই ছানা সাথে নিয়ে
ডাকছে আমায় সেও,
বলেছে তিতির ওরেও পাষাণ!
একটু সময় দেও।
সবুজ রঙের মাছরাঙা ডাকে
ডাকছে চড়ুই পাখি,
আমি তবু একা পথ হেঁটে চলি
কারো কথা নাই রাখি।
শান্তির সাদা পায়রার খোঁজে
হাঁটি অবিরাম আমি,
তাকে পেলে তবে আমার এ চলা
আপনাতে যাবে থামি।
১৯-১১-২০১৭
Post a Comment