আমেনার মায় ডাকে আমেনায়
কোথা গেলে ওরে ছুড়ি,
দু চোখে দেখিনা, শরীর ভালোনা
হয়েছি এখন বুড়ি।

কাম কাজ রেখে কোথা গেলি তুই
ডাক কি যায় না কানে!
এই অবেলায় বেরোলি কোথায়
বসেছিস কোনখানে?

মাকে একা রেখে কোথা গেলি তুই
আমি যে চক্ষুহীনা,
কোন কাজে গেলি! এত দেরি তোর
আমায় কি বলবিনা?

সেই সকালেতে ঘরের বাহিরে
গিয়েছিল আমেনায়,
দুপুর যে হোল, তবু ফিরেনা সে
চেয়ে আছে তার মায়।

রাস্তার ধারে আমেনার বাড়ি
ছোট্ট একটি ঘর,
মা আর মেয়েতে থাকে দুজনায়
নেই তো তাদের বর।

আমেনার মা'র চোখের অসুখ
বেড়েছে কদিন থেকে,
মায়ের দুচোখে বনাজী ওষুধ
আমেনায় দেয় মেখে।

ঐ গেরামের কবিরাজ কাকা
নামডাক তার ভালো,
তার কাছে যাবে ছুটেছে আমেনা
মনেতে আশার আলো।

কবিরাজে দেয়া ওষুধে আবার
চোখ ভালো হবে মার,
সে কথা ভেবেই খুশিতে দুচোখ
জলে ভেজে আমেনার।

এই ভেবে ভেবে অচেতন মনে
হাঁটছিল আমেনায়,
প্রকাণ্ড এক ট্রাক আসছিল
ধাক্কা লাগলো তায়।

আমেনা যে আর আসবেনা ফিরে
জানেনা তো তার মায়,
দুখিনী মায়ের রইলো না কেউ
আর এই দুনিয়ায়।


১৮-১১-২০১৭

Post a Comment

 
Top