কল্পনা করি বুড়ো হয়ে গেছি
বয়স হয়েছে আশি,
শরীর হয়েছে অতি দুর্বল
লেগে থাকে জ্বর কাশি।
পুরনো দিনের স্মৃতি মনে পড়ে
মনে পড়ে কত কথা,
পিনিক জোনের হৈ হুল্লোড়
আর কত নিরবতা।
আমান ভাইয়ের মায়া মমতা
ফারাবি ভায়ের হাসি,
ছিলাম সবাই এক পরিবার
পথচলা পাশাপাশি।
ফরিদ ভায়ের কোরানের সুরে
মুগ্ধ হয়েছি কত,
ভাইকে অনেক ভয় পাইতাম
কাউকে পাইনি অত।
হামিদ ভায়ের নামটাই শুধু
ছিল আমাদের সাথে,
পেতাম না তাকে, তবু ভালোবাসা
ঘাটতি ছিলনা তাতে।
ছোট মুহিবুর সারাদিন শুধু
এটা ওটা কথা বলে,
বড়দের সাথে জমাতো খাতির
নানান রকম ছলে।
কিছুদিন বাদে আসলো রবিন
দুই বছরের পরে,
রুমে এসে সেও হয়েছে আপন
আমাদের মত করে।
সেই স্মৃতি গুলো মনে পড়ে আজ
বুকে কেটে যায় রেখা,
কতদিন হলো যাইনা ওদিক
হয়নিতো রুম দেখা।
জানিনা এখন কে কোথায় আছে
সেইরুমে আছে কারা,
আমাদের মতো হয় কি তারাও
খুশিতে আত্মহারা।
দরজার পাশে আমার খাটেতে
জানিনা কে থাকে আজ,
আমান ভায়ের আয়নাতে দেখে
কে-ই বা করছে সাজ!
ফারাবি ভায়ের খাটের নিচেতে
কার বা জুতোর জুড়া,
খাটের উপরে থাকে কি এখনো
অনেক কাপড়ে মোড়া!
ফরিদ ভাইয়ের জায়নামাযে
সেজদা কি কেউ করে!
রাতদুপুরের অন্ধকারেতে
কারো কি অশ্রু ঝরে?
রবিনের মতো ফোন কানে নিয়ে
প্রেমালাপ করে কেউ?
আজো কি রুমেতে একসাথে সবে
উঠে খাবারের ঢেউ?
কারো বাড়ি থেকে এখনো আসে কি
শীতের হরেক পিঠা,
আসে কি এখনো গরুর মাংস
কিংবা জিলেপি মিঠা।
মুহিবের মতো সোসলজি নিয়ে
কেউ কি প্রমাণ খোঁজে!
আজাদি ভায়ের মতো করে কেউ
মুভি দেখে রোজে রোজে?
অল্পদিনের অতিথির বেশে
মামুনের মতো কেউ ;
মুহিবের খাটে হয় কি এখনো
বন্ধু দলের ঢেউ?
আমান ভায়ের খাটের উপর
আছে র্যাক্সিন আজো?
ফারাবি ভায়ের মত করে রুমে
স্মার্ট হয়ে কেউ সাজো?
কত কথা স্মৃতি, কত ইতিহাস
মনে পড়ে আজ খুব,
তাই অবেলায় একা একা বসে
স্মৃতি মাঝে দেই ডুব।
মাসুম আহমদ
পিনিক জোন
২৩-১১-২০১৭
পদ্মা-২০১১,বিজয় একাত্তর
Post a Comment