আসো মধ্যরাতের অশ্বারোহী হয়ে চষে বেড়াই, এই পাথরের নগরী
গায়ে জোছনা মেখে উদ্দেশ্যহীনভাবে হেঁটে চলি;
পিচঢালা পথে নগ্নপপায়ে।
তুমি নিকোটিনে টান দিয়ে ভুলবে
প্রেয়সীর দেয়া বেদনা;
আর আমি না হয় চায়ের কাপের ধোঁয়ায় উড়াবো মনের সুখ! 
যাবে আমার সাথে নগ্নপদে!!


০৫-১১-২০১৭

Post a Comment

 
Top