ফিরে এসো বুনোহাঁস
আমাকে দেখতে গিয়ে তোমার দু-চোখ- হাসির ঝলকে যেন ছোট হয়ে আসে, নিটোল হাসিতে দোলা তোমার সে-মুখ যেন এক বিলের মাঝে পদ্ম ভাসে! • আরেকটু ...
আমাকে দেখতে গিয়ে তোমার দু-চোখ- হাসির ঝলকে যেন ছোট হয়ে আসে, নিটোল হাসিতে দোলা তোমার সে-মুখ যেন এক বিলের মাঝে পদ্ম ভাসে! • আরেকটু ...
পরিযায়ী পাখি তুমি, করিনি খেয়াল সুখের ময়না ভেবে শুনে গেছি গান, তোমার হৃদয়ে ছিল বাড়ি ফেরা' টান; মনভোলা ডাক ভেবে হয়েছি মাতাল! ...
ভাগ্যলিপিকে আমি করিনাকো ভয়, লোকাল বাসের মত থামাই হাতে- বাসনা সকল আমি লিখে নেই তাতে, সিন্দুকে ভরে রাখি সুখের সময়। বুড়ো হয়ে আসা যত...
কি খবর বুনোহাঁস! এখনো কি তুমি এলোকেশে খোঁপা ছাড়ো আনমনে বসে মন-সুখে ঠোট নাড়ো? গুনগুন করে গেয়ে যাও গান! অকারণে আজো করো অভিমান? সন...