গেয়েছিলে গান ফেরাতে সকল 
মুসলমানের সুখ, 
জনম দিবসে সালাম লও হে 
প্রিয় কবি ফররুখ। 
ঘুমন্ত সব কান্ডারিদের 
জাগাতো তুঁমার গান, 
রেনেসাঁর কবি, সদা জাগ্রত 
তুঁমি ছিলে মহীয়ান। 
লুপ্ত সকল জ্ঞান গরিমা 
ফিরিয়ে আনতে হেথা, 
গেয়েছিলে গান, কলমের মাঝে 
ঝরেছিলো তব কথা। 
তুঁমার লেখাতে উঠেছিলো বেজে 
প্রেরণাদায়ক স্বর, 
পথভোলা সব নাবিকের দল 
খুঁজে পেলো বাতিঘর। 
ঘোর আধাঁরের অমানিশি সব 
কাটায়ে উঠাতে জাতি, 
পথ খুঁজে নিল তব গান মাঝে 
জ্বালায়ে প্রদীপ বাতি। 
আজিকে আবার নেমেছে আঁধার 
হতাশায় মরে জাতি, 
রেনেসাঁর কবি আসো নাকো ফিরে 
জালাতে হেথায় বাতি। 
খোলা দরিয়ায় ভাসিতেছে তরী 
হারিয়ে গিয়াছে মাঝি, 
চিৎকার করে কাঁদিতেছে দেখো 
যাত্রীর দলে আজি। 
ঘন কালো রাত উতলা সাগর 
দুলিতেছে হেথা তরী, 
মাঝিদের আজি নিয়ে গেছে ঐ 
শকুনের দলে ধরি। 
অসহায় জাতি হাহাকার করে 
রাহবার খুঁজে মরে, 
এমন কঠিন বিপদের দিনে 
আসো নাকো তুমি ফিরে।  
 
 

শাহজালাল উপশহর, সিলেট। 
১০ই জুন ২০১৬ ঈসায়ী। 
 
(প্রথমদিকের লেখা, সবেমাত্র ছন্দ শিখছি। তাই ভালো না হওয়ার পরও স্মৃতি হিসেবে রেখে দিলাম।)

Post a Comment

 
Top