একলা বসে যখন আমি ভাবি আপন মনে,
মন চলে যায় দূরের গ্রামে কিংবা গহীন বনে।
এক পলকে যায় সে উড়ে অনেক দূরের পথে,
ধরতে যেয়ে পারি নাকো ধরতে কোনমতে।
মন তো আমার পাগলা ঘোড়া টগবগিয়ে চলে,
কখনো যায় শুকনো পথে কখনো যায় জলে।
বেড়াতে মোর ইচ্ছে হলে মনের ঘোড়ায় চড়ে,
ঘুরে আসি সারা জগত কিছুক্ষণের ঝড়ে।
বসে বসে ভাবি যদি ভবিষ্যতের কথা,
স্বপ্ন দেখি সুখের জীবন, চাইনা কোন ব্যাথা।
বাড়ি হবে গাড়ী হবে ছেলেপুলে সব-ই
আরাম আয়েশ চাই যে সদা, চাইনা কোন দুঃখ-ই।
স্বপ্ন দেখে যাবে কি আর বাস্তবের-ই দিন,
অনেক কিছুই হয়নি করা, জমছে শুধু ঋণ।
আসলে ফিরে বাস্তবতায় ভয়ের চোটেমরি,
লড়াইয়ের এই জগত মাঝে কেমনে কি যে করি।
পড়তে গেলে ভীষন লড়াই, চাকরীতে ও তাই,
সবখানেতে একই দশা কোন উপায় নাই।
ছোট্ট দেশে অনেক মানুষ উপায় কি আর হবে,
আরাম আয়েশ করার জন্য লড়ছে আজি সবে।
আমায় নিয়ে ভাবি যখন দেশের এমন হালে,
বাধা পড়ি আমি তখন হতাশার-ই জালে।
বাস্তবে মোর হোক না যেটাই কল্পনাতে সুখী,
মনের ঘোড়া থাকতে আমার হবো কেনো দুঃখী?
কল্পনার-ই স্বপ্ন হরেক বাস্তবতায় চাই,
ভাবনার সব সুখ-ই যেন সত্যি করে পাই।
শাহজালাল উপশহর, সিলেট।
২৮শে জুন ২০১৬ ঈসায়ী।
Post a Comment